• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুর সনাকের নতুন সভাপতি অজয় কুমার পাল

 

সংবাদ বিজ্ঞপ্তি :

 

 

ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ঠ সমাজসেবক জনাব অজয় কুমার পাল। তিনি ১ এপ্রিল ২০২০ তারিখ হতে অধ্যাপক মীর আনছার আলী-এর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, জনাব অজয় কুমার পাল পূর্ববর্তী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও নারী অধিকারকর্মী শামীমা খান এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কায়েদ-উয-জামান সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সনাক জামালপুরের কার্যালয়ে মার্চ মাসের নিয়মিত সনাক সভায় (৪ মার্চ ২০২০) সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচন করা হয়।

টিআইবি-এর উদ্যোগে পরিচালিত সনাক জামালপুরের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বিদায়ী সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী এবং সহ-সভাপতি পারভীন তরফদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ্য সভাপতি ও সহ-সভাপতি হিসেবে মেয়াদ শেষ হলেও তাঁরা সদস্য হিসেবে সনাকের সাথে যুক্ত থাকবেন।

সনাক জামালপুরের নতুন সভাপতি জনাব অজয় কুমার পাল জামালপুরে সনাক ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সুইড বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।