• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

জামালপুর জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অবিনশ্বর পিতা উদ্বোধন ও মাসিক পুলিশ বুলেটিন এর মোড়ক উন্মোচন নিয়ে আলোচনা সভা রবিবার বিকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিনিয়র সহ—সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী সুজা।

উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবিরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলার প্রায় দেড় শতাধিক বীরমুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও উত্তরিয় পরিধান করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন,জামালপুরের নব যোগদানকৃত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিমার্ণ করে জামালপুরবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।