• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরে পরিত্যক্ত স্থানে মর্টারশেল আকৃতির বোমাসদৃশ বস্তুর সন্ধান, জনমনে আতঙ্ক

জামালপুর সদরের কোজগড় এলাকায় পরিত্যক্ত স্থানে মর্টারশেল আকৃতির বোমাসদৃশ ধাতব বস্তু পাওয়া গেছে। ৮ জানুয়ারি বিকেলে স্থানীয় একটি দোকানের পেছনে এই বস্তুটির সন্ধান মেলে। সেটিকে নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চেয়েছে সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে সদরের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পূর্বপাশে একটি ওয়েল্ডিংয়ের দোকানের পেছনে পরিত্যক্ত স্থানে গাছগাছড়ার মধ্যে মর্টারশেল আকৃতির একটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ নিয়ে জনমনে বোমা আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সন্ধ্যার পর অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের সিআইডি ও র‌্যাবের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে।

পুলিশ উৎসুক লোকজনকে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে সেখানে সারারাতের জন্য পুলিশি পাহারা বসিয়েছে। বোমাসদৃশ ধাতব বস্তুটি আদৌ সক্রিয় মর্টারশেল বোমা কিনা, এটা কত দিনের পুরনো তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। সদর থানা পুলিশের পক্ষ থেকে ঘাটাইল সেনানিবাসের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি সকালে সেনাবাহিনীর ওই বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বোমাসদৃশ ধাতব ওই বস্তুটি দেখতে অনেকটা মর্টারশেলের মতই। ঝুঁকি থাকায় এর আকার আকৃতি, সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে বলা হয়েছে। আমরা সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চেয়েছি। তারা মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে আসার কথা রয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা না আসা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পাহারায় থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।