• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরে নতুন করে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন করোনায় আক্রান্ত- জেলায় মোট আক্রান্ত ৩৮ জন

 

শুভ্র মেগেদী  :

জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ জন| শুক্রবার সন্ধ্যায় ৫ জনের করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় একজন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের সংগ্রহিত নমুনায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা জামালপুর সদরের, বাকী ৪ জনের মধ্যে দুইজন বকশীগঞ্জ এবং দুইজন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৩৮ জনের মধ্যে দুইজন চিকিৎসকসহ ১৩ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। সংক্রমিতদের মধ্যে গত বুধবার এক নারীসহ ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ২৪ জন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে, ১ জন ময়মনসিংহে, ৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তিনজের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে। এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যকি গত সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে শুক্রবার সরিষাবাড়ীতে শনাক্ত হওয়া দুজনের বাড়ী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নে হওয়ায় তারা কোথায় আইসোলেশনে থাকবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন, জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ৩২ বছর বয়সী এক এসআই, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ৪৫ বছর বয়সী পোশাক ও গাজীপুর ফেরত ২৫ বছর বয়সী জুট মিল শ্রমিক এবং সরিষাবাড়ী উপজেলায় ৬০ বছর বয়সী বৃদ্ধ ও তার ৩৫ বছর বয়সী ছেলে। করোনা শনাক্ত হওয়া পিতাপুত্র ওই দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামে। কাজীপুর উপজেলার মুনসুরনগর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সীমান্তঘেষা হওয়ায় এখানেই তারা নমুনা দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।