• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরে কর্মহীন মানুষের পাশে শেখ রফিকুল ইসলাম বাবলু

 

মোঃ আনিসুর রহমান লুলূ ॥

জামালপুরে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সকল দোকানপাট ও যানবহন বন্ধ ঘোষনা করায় কর্মহীন হয়ে পড়ে জেলার শ্রমজীবী মানুষেরা। এই কর্মহীন শ্রমজীবী মানুষ ও নিন্মœ মধ্যবিত্ত মানুষের কষ্ট কমাতে তাদের পাশে দাড়িয়েছেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু।
গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে সকাল বাজারস্থ জেলা কার্য়ালয়ে জামালপুর শহরের বিভিন্ন এলাকা রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ প্রায় ১ হাজার কর্মহীন ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় খাদ্য নিতে আসা জামালপুর শহরের নয়াপাড়া গ্রামের রিক্সা চালক স্বপন মিয়া প্যাকেট পেয়ে তিনি সাংবাদিককে বলেন, তিনি দুপুর ১২টা পর্যন্ত রিক্সা চালিয়ে ৫০ টাকা পেয়েছেন। ৪ সদস্যের পরিবারের খাবার নিয়ে খুবই চিন্তায় ছিলাম। ভাসানী অনুসারী পরিষদের খাদ্যের প্যাকেট পাওয়ার পর সেই চিন্তা দূর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রশীদ বাবু, ত্রান কমিটির আহবায়ক এন এন তাপশ পাঠান, যুগ্ন আহবায়ক এড. আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান আরমান, যুগ্ন সাধারণ সম্পাদক এড. মোবারক হোসেন, মোঃ মাহাবুব আলম দিপু।
খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবন ও ১টি করে হাত ধোয়ার সাবান দেওয়া হয়।
ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের এই সংকটময় অবস্থায় কঠিন সময় পার করছে মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত ও বিভিন্ন শ্রমজীবী মানুষেরা। তাই তাদের কষ্ট লাঘবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইতিপুর্বে করোনা ভাইরাস ঠেকাতে জামালপুরে মাস্ক বিতরণ করা হয়েছে। ঈদের আগে আরও বেশী পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করবো বলে জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।