• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে এক যুবক নিহত

মো. মেজবাহ উদ্দিন শাকিল ॥
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে শফিউর আলম মুছা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় ১৮ জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার জেলার মেলান্দহ উপজেলার তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেলীপাড়া গ্রামে জমি নিয়ে মহিদুল ইসলামের সাথে প্রতিবেশী আলাল উদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে আলাল উদ্দিন ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর উঠাতে যায়। এসময় মহিদুল ইসলাম, শফিউল আলম মুছা ও তাদের আত্মীয়-স্বজনরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে শফিউল আলম মুছা গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ভাবী রুমানা বাদী হয়ে ছামিউল ইসলাম ভেলু, তার পুত্র রমজান আলী, আলাল উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান সাংবাদিকদের জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।