• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুরের নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বহিস্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। এছাড়াও হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, আজ দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ’র আদালতে বাবু চেয়ারম্যানসহ ১০ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ ১০ আসামীর জামিন নামঞ্জুর করে। ১০ আসামী হলো ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া সুমন, মিলন মিয়া, ওহিদুজ্জামান, কফিল উদ্দিন, শহিদ, জাকিরুল ও ফজলু মিয়া।

এদিকে, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় জড়িত নয়ন মিয়াকে সোমবার দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলা সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে নামীয় ২২ জনের একটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।