• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জাতীয় পার্টি যাতে বিলিন না হয়, এ জন্যই নির্বাচনে: জিএম কাদের

রাজনীতির মাঠে টিকে থাকার জন্য জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি যাতে বিলিন না হয়, দলকে ধরে রাখা এবং সংসদে থাকার জন্যই আমরা নির্বাচনে গিয়েছি। ’

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত, কেরামতিয়া মসজিদে দোয়া মোনাজাত ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা।

সকালে রংপুরের পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন জিএম কাদের। এরপর কেরামতিয়া মসজিদে দোয়া মোনাজাত করেন তিনি।

পরে রংপুর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের।

কর্মী সভায় জিএম কাদের আরও বলেন, দলকে ধরে রাখা আর সংসদে টিকে থাকার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। কারও সঙ্গে আমরা কোনো সমঝোতা করিনি। কৃত্রিমভাবে জাতীয় পার্টিতে অনৈক্য তৈরি করা হয়েছে, তবে দলের অস্তিত্ব বিলীন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলাপ আলোচনা করে সরকার নির্বাচনে এসেছে, তবে নির্বাচন নিরপেক্ষ করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। এই নির্বাচনে কোনো আসন বণ্টন হয়নি। নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বলেই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।