• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরএর সাথে সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা। সভায় সাংগঠনিক ও আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয় বলে জানাগেছে।

এ সময় জামালপুর ১৪১ (সরিষাবাড়ী-৪) আসনের সংসদ সদস্য প্রার্থী সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুল্লাহ, সহসভাপতি আব্দুল মান্নান, ডাক্তার মোঃ আব্দুল কাদের, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আলম সেলিম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ সানি প্রমূখ উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংগঠনিক বিষয়ে দিক নির্দেশনা দিয়ে বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি অনেক আসন পাবে। এবারের নির্বাচনে জাতীয় পার্টি কারোর সাথে দল বেঁধে নির্বাচন করবে না। সরিষাবাড়ী থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাকে পার্টির মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ধারনা দেয়া হয়।

সরিষাবাড়ী পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, পার্টির চেয়ারম্যান সাহেবের সাথে খোলামেলা ভাবে সাংগঠনিক মতবিনিময় করেছি। তিনি নিরপেক্ষ পরিবেশে একক ভাবে নির্বাচন করার কথা বলেছেন। সরিষাবাড়ী আসনে লাঙ্গল প্রতিকের বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদকে রেডি থাকতে বলেছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।