• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

জামালপুরের মেলান্দহে ভরণপোষণ না দিয়ে কৌশলে জমি লিখে নেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন কোকিলা বেগম (৬০) নামের এক নারী। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভুক্তভোগী মেলান্দহ থানায় এই অভিযোগ দায়ের করেন।

কোকিলা বেগম উপজেলার পচাবহলা দরবারশাহী এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।

জানা যায়, কোকিলা বেগমের স্বামী ১০ বছর আগে মারা গেছেন। তার তিন ছেলে। কিছু দিন আগে কোকিলা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার ছোট ছেলে ইউনুস আলী (২৫) চিকিৎসার কথা বলে কৌশলে তার কাছ থেকে জমি লিখে নেন।

ভুক্তভোগী কোকিলা বেগম বলেন, ‘আমি চোখে কম দেখি। আমার অসুখ ‌হলে ইউনুস আমাকে চিকিৎসা করাবে বলে টিপসই দিতে বলে। সে এভাবে কৌশলে আমার কাছ জমি লিখে নিয়েছে।’

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জমি ফেরত ও আমার ভরণপোষণের কথা বলতে গেলে সে (ইউনুস আলী) আমাকে গালিগালাজ করে ও দা দিয়ে কোপাতে আসে। পরে লোকজন এসে আমাকে রক্ষা করে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউনুসের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, কৌশলে জমি লিখে নেওয়া ও ভরণপোষণ না দেওয়ায় মা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।