• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

চোখ ধাঁধানো জোড়া গোলে নতুন ইতিহাস মেসির

ম্যাচটা ঘরের মাঠে বলেই কি-না, পেরু শুরু করেছিল খুনে মেজাজে। লক্ষ্য ছিল শুরুতেই গোল দিয়ে আর্জেন্টিনাকে বিভ্রান্ত করে দেওয়া। তবে পেরু কোচ হুয়ান রেয়নোসোর সেই পরিকল্পনা ভেস্তে গেছে আর্জেন্টিনার দুর্দান্ত কাউন্টার ফুটবলের কাছে। লিমায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে লিওনেল মেসির চোখ জুড়ানো দুটি গোলে পেরুর বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে।

প্রথম একাদশে ফিরেই জোড়া গোল করে মেসি গড়ে ফেলেছেন ইতিহাস। ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে এখন সর্বোচ্চ গোলের মালিক তিনি। ল্যাটিন ফুটবলারদের মধ্যে তার গোল এখন ৩১। এতদিন বন্ধু উরুগুয়ের লুইস সুয়ারেজের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে আসছিলেন মেসি।

মেসি সুয়ারেজকে ছাড়িয়ে যান ম্যাচের ৩২ মিনিটেই। বাঁ পায়ের দুর্দান্ত প্লেসমেন্টে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। আক্রমণে ওঠা পেরুর কাছ থেকে বল পেয়ে প্রতি আক্রমণে ওঠে আর্জেন্টিনা। বাঁ প্রান্তে ছুটতে থাকা নিকোলাস গনজালেসকে বলটা দেন মেসিই। এরপর সেই গনজালেসের পাস থেকে দুই ডিফেন্ডার আর পেরু গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

মিনিট দশেক পর দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা, এবারও গোলদাতা মেসি। সেই বাঁ প্রান্ত থেকে আসা বল ধরেই বাঁ পায়ের দারুণ আর একটি শট ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার বলটা আসে এনজো ফার্নান্দেজের কাছ থেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।