• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

চিনির যে পরিমাণ মজুদ আছে, তাতে দাম বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিশ্চিত থাকতে পারেন, যে পরিমাণ মজুদ আছে, তাতে চিনির দাম বাড়বে না। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করছে, এই অসাধু চেষ্টা কেউ করবেন না।

বৃহস্পতিবার (৭ মার্চ) কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি কর্তৃক আয়োজিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে একটি চিনির গুদামে আগুন লেগেছে।

আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বিভিন্ন মিলের সাথে যোগাযোগ করেছি। তাদের কাছে যে পরিমাণ চিনি মজুত আছে, আশা করছি বাজারে চিনির কোনো সংকট হবে না।

টিসিবি’র চিনির দাম নিয়ে গতকালকের সার্কুলাটা ভুলবশত গিয়েছে বলে দুঃখপ্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাজারে চিনির মূল্য ১৪০ টাকা কেজি হওয়ায় টিসিবি’র চিনির দাম সমন্বয়ের একটি প্রস্তাব ছিলো। যার ফলে ৩০ টাকা বাড়িয়ে পূর্বের ৭০ থেকে দাম বাড়িয়ে ১০০ করা হয়েছিলো। তবে পবিত্র রমজান বিবেচনায় আগের ৭০ টাকা কেজিতেই চিনি বিক্রি করবে টিসিবি। প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার যখন দায়িত্ব নেয় তখন চালের বাজার অস্থির ছিলো, এখন ঠিক হয়েছে। তেলের দামও ঠিক করার চেষ্টা চলছে। এস আলম সুগার মিলে আগুন লাগার পরই সরকার মনিটরিং শুরু করেছে।

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে লোক ঠিক করা হবে সাপ্লাই চেইনের প্রতিটি জায়গায়। মিলকে ঠিক করে দেয়া হবে পাইকারী বিক্রেতা এবং পাইকারী বিক্রেতাকে ঠিক করে দেয়া হবে খুচরা বিক্রেতা। কিছু সুবিধাভোগী লোক আছে বাজার ব্যবস্থাপনার ত্রুটিগুলোকে সুবিধা হিসেবে নেয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বাজার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে না ; আমরা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। যৌক্তিক মূল্য যেন বাজারে বজায় থাকে। প্রয়োজনে জরুরী আইনে ব্যবস্থা নেয়া হবে যদি কেউ অযৌক্তিকভাবে বাজারে শৃঙ্খলা নষ্ট করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান মো. আরিফুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।