• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

চলে গেলেন প্রখ্যাত অভিনেত্রী শাঁওলী মিত্র

চলে গেলেন প্রখ্যাত নাট্য়কার ও অভিনেত্রী শাঁওলি মিত্র। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার দুপুরে নিজ বাড়িতে দেহাবসান হয় তাঁর। এদিন বিকেলে কিরীটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর ইচ্ছেতেই দাহ কার্যের পর মৃত্য়ুর খবর জানানো হয় সকলকে।

জানা যায়, দেড় বছর যাবৎ অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাও চলছিল বাড়িতে থেকেই। রাজ্য় সরকারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়িতেই থাকতে চেয়েছিলেন। এদিন তাঁর মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে বাংলার সংস্কৃতি জগৎ।

প্রখ্যাত নাট্য়কার শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের মেয়ে শাঁওলি মিত্র দীর্ঘদিন বাংলা মঞ্চে দাঁপিয়ে অভিনয় করেছেন। তিনি পঞ্চম বৈদিক নাট্য় দলের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেত্রী হিসেবে ঋত্ত্বিক ঘটকের যুক্তি-তক্কো আর গপ্পো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

এরপর নাথবতি, অনাথবৎ, কথা অমৃত সমান, হযবরল, ডাকঘর সহ অসংখ্য নাটকে তাঁর অভিনয় সকলের মনে দাগ কেটেছিল। অভিনয় জীবনে সংগীত নাটক আকাদেমি, বঙ্গ বিভূষণের মতো পুরস্কারও পেয়েছিলেন তিনি।

২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে বা সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছিলেন শাঁওলি মিত্র। সে সময় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাঁর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।