• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এনসিটিএফ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলার আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ – ২০২৫” বাস্তবায়নে গাইবান্ধা জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা ১৯ জুলাই (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ গাইবান্ধা জেলা সভাপতি নুসরাত জামান লামিয়া এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অলিউর রহমান, জেলা প্রশাসক গাইবান্ধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম উপসচিব স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধা, মোঃ মেখলেছুর রহমান ডিআইও-১ জেলা পুলিশ গাইবান্ধা, মোঃ ফজলুল হক উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় গাইবান্ধা, মো: আল ইমরান খন্দকার সহকারী শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিস গাইবান্ধা, মোঃ ফারুক হোসেন হেড অফ গাইবান্ধা ফিল্ড অফিসার সেভ দ্য চিলড্রেন গাইবান্ধা।

মোঃ রুহুম আমিন সরকার ওসিসি জেনারেল হাসপাতাল গাইবান্ধা, মোঃ কবির উদ্দিন তথ্য অফিসার জেলা তথ্য অফিস গাইবান্ধা, মোঃ কামরুল হাসান প্রতিনিধি জেলা শিক্ষা অফিস গাইবান্ধা,ডিপি সোহেল মাহমুদ এমওসিএস সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা, নার্গিস জাহান উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধা, কে এম রেজাউল হক সভাপতি প্রেস ক্লাব গাইবান্ধা, সহ এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সকল কার্যিনর্বাহী ও সাধারণ সদস্য, ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য গণ উপস্থিত ছিলেন। এনসিটিএফ জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু ও শিশু অধিকার সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ, সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত করে দায়িত্ববাহকদের নিকট উপস্থাপন করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করে।

বর্তমানে এনসিটিএফ জেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়ন স্থানীয় পর্যায়ে বিভিন্ন অফিসে তথ্য সংগ্রহ এবং পরিকল্পনা বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।আসমাহুল হুসনা রোদেলা এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাইনান্ধা জেলা এনসিটিএফ এর সহ সভাপতি শাহাদাৎ হোসেন মানিক।

স্বাগত বক্তব্যে তিনি এনসিটিএফ এর কাজ, অর্জন ও আজকের সভার উদ্দেশ্য সকলের মাঝে তুলে ধরেন ও এনসিটিএফ সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এনসিটিএফ গাইবান্ধা সব সময়ই শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা জেলা প্রশাসন সব সময় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে।

ভবিষ্যতেও তাদের সকল কাজে সবোর্চ্চ সহযোগিতা করবেন জেলা প্রশাসন গাইবান্ধা। পরে সকলের বক্তব্যের শেষে এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি নুসরাত জাহান লামিয়া সমাপনী বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।