• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গাইবান্ধায় নারীদের ক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালায়-হুইপ-গিনি

গাইবান্ধা প্রতিনিধিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপাথর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তথ্য কেন্দ্র গাইবান্ধা সদর এর আয়োজনে সোমবার সকালে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে ক্ষমতায়ন করতে বলেছে। ক্ষমতায়ন করতে হলে ট্রেনিং দিয়ে দক্ষতা বাড়াতে হবে। তবেই আমরা এগিয়ে চলব। আমরা এখন উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি। এক্ষেত্রে মায়েদেরকে স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হলে ডিজিটাল পদ্ধতি শিখতে হবে। স্মার্ট ফোন চালানো শিখতে হবে। তবেই সন্তানরা স্মার্ট হবে। সন্তানদের ভালভাবে পড়াশোনা করাতে হবে ও ভাল শিক্ষা দিতে হবে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এর সভাপতিত্বে ও তথ্য আপার তথ্যসেবা কর্মকর্তা মোছা: সুলতানা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জাতীয় মহিলা সংস্থা গাইবান্ধার চেয়ারম্যান মাহমুদা পারুল, পরিবার পরিকল্পনা গাইবান্ধা অফিসার মোছা: মাহমুদা খাতুন, গাইবান্ধা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরউদ্দিন শাহ, ৮নং বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।