• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

খাবারের সন্ধানে লোকালয়ে এলো সুন্দরবনের ১২ ফুট লম্বা অজগর সাপ

মোংলা সুন্দরবন সংলগ্ন লোকালয় একটি বাড়ির মুরগী খোপ থেকে অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ টিম। শনিবার (১৬ জুলাই) দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ইউসুফ গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। অজগর সাপটি প্রায় ১২ ফুট লম্বা ও ওজন ১৫ কেজি বলে জানায় বন বিভাগ।

বন বিভাগ জানায়, সুন্দরবন সংলগ্ন ইউসুফ গাজীর বাড়ীর মুরগীর খোঁপে একটি বড় অজগর সাপ ঢুকে তিনটি হাসঁ ও একটি মুরগী খেয়ে ফেলে। শনিবার দুপুরে খোপে থাকা হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে অজগর সাপটি দেখতে পায় বাড়ির মালিক ইউসুফ গাজী। ভয়ে কাউকে কিছু না বলে ভিটিআরটির সদস্যদের (বন্যপ্রাণী সংরক্ষণ টিম) কে খবর দেয়া হয়। তাদের মাধ্যমে বন বিভাগ খবর পেয়ে সাপটি উদ্ধারে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষন টিমের কয়েকজন সদস্য সেখানে যান এবয় সাপটি উদ্ধার করে। পরে বনরক্ষীদের সহায়তায় পুণরায় সুন্দরবনের গহিনে অবমুক্ত করা হয়েছে।

বর্তমানে খাল ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনেও পানি ঢুকে পরেছে, তাই সাপ ও অন্যান্য বন্যপ্রানীর খাবারে সংকট দেখা দেয়। এ সকল প্রানীগুলো প্রায়ই লোকালয় চলে আসে খাবারের সন্ধানে। এ অজগর সাপটিও খাবারের খোঁজে বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয়দের।

বন বিভাগের বরইতলা টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, স্থানীয় ও বন্যপ্রাণী টিমের মাধ্যমে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে। যদি আমাদের কাছে খবর না আসতো তবে হয়তোবা সাপটিকে মেরে ফেলা হতো। লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। উদ্ধারকৃত অজগর সাপটি সুন্দরবনে গহিনে অবমুক্ত করা হয়েছে। এছাড়া সকলকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা মোতাবেক কোন বন্যপ্রানী মারা বা আটকিয়ে রাখা দন্ডনীয় অপরাধ। এদেরকে আটকানো বা মেরে না ফেলে বন সংলগ্ন বন্যপ্রাণী সংরক্ষণ টিম অথবা বন বিভাগকে খবর দিলে বনরক্ষীরা তা উদ্ধার করবে এবং পুণরায় বনের গহিনে অবমুক্ত করা হবে বলে জানান বনের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।