• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

কেন্দুয়ায় ট্রাকের মিছিল করায় নৌকার সমর্থকদের আঘাতে শিশু আহত, এলাকায় উত্তেজনা

নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অসীম কুমার উকিলের নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। পিন্টুর বাড়ি বলাইশিমুল ইউনিয়নে আর আশুজিয়া ইউনিয়ন হলো তার পার্শ্ববর্তী ইউনিয়ন। কেন্দুয়ার উত্তর এলাকায় এমনিতেই পিন্টুর অবস্থান শক্ত।

শনিবার (৩০শে ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নে ট্রাক প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়ে মিয়ারগাতী বাজারের দিকে যাচ্ছিল। ঠিক তখনি মিয়ারগাতী বাজারে অসীম কুমার উকিলের নৌকার

কট্টর সমর্থক আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলীর নির্দেশে তার কর্মী সাজিজুলের ছেলে সাজিমকে দিয়ে পিন্টুর মিছিলে অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলায় মোঃ হলুদ মিয়ার ছেলে আরাফাত কে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে রক্তাক্ত করে। হলুদ মিয়া বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা হলেও তার ছেলে আরাফাত উত্তর আশুজিয়ায় মামার বাড়িতে থাকে।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক জানান, ঘটনার খবর শুনেই পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এই ন্যাক্কারজনক ঘটনার পর আশুজিয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। এর ফলে অসীম কুমার উকিলের সমর্থকদের প্রতি সাধারণ মানুষের ধারণা আরো খারাপ হতে শুরু করেছে। আঘাত প্রাপ্ত আরাফাত কে প্রাথমিক চিকিৎসার পর আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর পক্ষ হয়ে দেখতে যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।