• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

কেওয়াটখালি সেতু নির্মাণে ভূমি অধিগ্রহনে যথাযথ মূল্য দেয়ার আহবান মেয়র টিটু’র

ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পে সরকার নির্ধারিত মূল্যহার অনুযায়ী কোনো রকম দালাল ছাড়াই সরাসরি প্রকৃত ক্ষতিগ্রস্থদের মাঝে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে বলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রতিশ্রুতি দিয়েছেন।

সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে এবং সিসিডিবি’র সহযোগিতায় শনিবার (৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর দিগারকান্দা সরকারি প্রাথতিক বিদ্যালয় মাঠে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প এর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন সেতু নির্মাণ কার্যক্রমের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রকল্প কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, এই ব্রিজটি ময়মনসিংহবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উন্নয়ন চাই। প্রতিটি উন্নয়নেই জনসাধারণের সহযোগিতা প্রয়োজন হয়। তাই, এ প্রকল্পের প্রতি সহযোগিতার মনোভাব রাখতে হবে।

স্থানীয় এলাকাবাসী প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত সকল সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি। কোন বিষয়ে সমস্যা মনে হলে প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। আপনাদের সাথে নিয়ে আমি কতৃপক্ষের সাথে যোগাযোগ করবো।

ময়মনসিংহে সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর-ই-আলম এর সভাপতিত্বে এবং প্রকল্প ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী,সওজ) আবুল বরকত মোঃ খুরশীদ আলমের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ-উর-রহমান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ শেখ নাভিদ আহমেদ, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌমসলী কেবিএম সাদ্দাম হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফখখারুল ইসলাম তুহিন । সভায় এতে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সাবেক মেম্বার রুহুল আমীন, আইনাল হক ও শহীদুল ইসলামসহ অন্যরা।

এছাড়াও এ সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, সেতু প্রকল্পের প্রকৌশলীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।