• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

কুড়িগ্রাম থেকে মাদক যাচ্ছিলো নাটোরে: বগুড়ায় র‍্যাবের হাতে আটক

কুড়িগ্রাম থেকে মাদক নিয়ে নাটোর যাওয়ার পথে বগুড়ার নন্দীগ্রামে ১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলার কুস্তা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তার চারজন হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার আরিফুল ইসলাম (২৮), ইমরান হাসান (২৭), তাহাজুল ইসলাম (৩২) ও রবিউল ইসলাম (২৯)।

র‍্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চারজন ব্যক্তি মোটরসাইকেল করে কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ নাটোরে যাচ্ছেন। এরপরে র‍্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযানে নামে।

একপর্যায়ে গ্রেপ্তার চারজন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নিজেদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে নন্দীগ্রামের কুস্তা গ্রামে এক বাড়ির উঠানে অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত দুইটি মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ফেন্সিডিল ও দুইটি ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজন পেশাদার মাদক কারবারী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।