• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

কুড়িগ্রামে আলোচিত ফেসবুক গ্রুপ “হামরা বাহের দ্যাশের মানুষ” এর প্রতিবার্ষিকী পালন অনুষ্ঠিত

কুড়িগ্রামের সকল মানুষের সামাজিক যোগাযোগের বড় একটি নির্ভরযোগ্য মাধ্যম “হামরা বাহের দ্যাশের মানুষ” ও জনপ্রিয় পেজ “প্রতিদিনের কুড়িগ্রাম” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

৩১ জুলাই (রবিবার) সকাল ১১ টায় কুড়িগ্রাম সরকারী কলেজ লাইব্রেরীতে “প্রতিদিনের কুড়িগ্রাম” ফেসবুক পেজ এবং “হামরা বাহের দ্যাশের মানুষ” গ্রুপের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃষ্টি জনিত কারণে উক্ত অনুষ্ঠান ১ ঘন্টা দেরীতে দুপুর বারোটায় অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় এই গ্রুপ ও পেজটির প্রতিষ্ঠাতা তরুণ ও উদীয়মান আবৃত্তিকার, লেখক, সাংস্কৃতিক কর্মী সাজেদুল করিম সুজন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের উপাধাক্ষ, জনাব আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান (পিপিএম), কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোরশেদুল ইসলাম, কবি ও আবৃত্তিকার মুহাম্মদ রফিকুল ইসলাম, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ খোরশেদ আলম, সামাজিক সংগঠন সমন্বয় পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ হাফিজুর রহমান, সিটি নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজি, ঢাকা পোস্টের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক দেশের কন্ঠে’র রাজারহাট উপজেলা প্রতিনিধি হামিদুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম এ সাঈদ বাবু প্রমূখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাসিনা খাতুন, আশিক বাবু, এম এ আয়নাল হক, আশরাফুল আলম, আবু রায়হান, বিপুল, রাকিবুল হাসান, জাকির হোসেন, পাভেল, শফিকুল ইসলাম, আমীন খান সহ বিভিন্ন উপজেলা থেকে আসা পেজের ভক্ত ও গ্রুপের আরো অনেক সদস্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে কুড়িগ্রামের মানুষের পাশাপাশি উত্তরাঞ্চলের সংস্কৃতির ধারক-বাহক হিসেবে এ পেজ ও গ্রুপ গোটা দেশ ও দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী এর পরিধি বিস্তারে এগিয়ে যাবে এবং, মানুষের কল্যাণে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটির উদ্বোধক ও সভাপতি কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিনের কেক কাটার মধ্য দিয়ে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।