• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

কলাপাতায় ভিক্ষুক সেজে ব্যতিক্রমী বিজয় দিবস উদ্‌যাপন

শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকায় মহান বিজয় দিবসে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে। যুদ্ধকালীন স্মৃতিকে বুকে লালন করে তা ধরে রাখতে কলাপাতায় সারা শরীর মুড়িয়ে ভিক্ষুক সাজার মাধ্যমে এই উদ্‌যাপন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মহান মুক্তিযুদ্ধে সীমান্তের ওপারে অবস্থান নেয় বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধারা। এসময় গারো পাহাড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। বাঙ্কার খনন করে মুক্তিযোদ্ধাদের মারার জন্য প্রস্তুত থাকে ঘাতকরা। এছাড়া টহল দিতো তারা। এ অবস্থায় নানা রুপ ধারণ করে তথ্য নিয়ে মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন খবর পৌঁছাতো ওপারের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে।

এর মধ্যে অনেকেই কলাপাতা মুড়িয়ে ভিক্ষুক সেজে ভিক্ষা করতো আর পাকিস্তানি সেনা ও রাজাকারদের অবস্থান চিহ্নিত করে খবর পৌঁছাতো মুক্তিযোদ্ধাদের। একই সঙ্গে খাবার জোগাড় করতো। এসব খবরে নিশ্চিত হয়ে গেরিলা যুদ্ধে এসে অনেক পাকিস্তানি সেনা ও বিহারিকে হত্যা করে এই এলাকা শক্রমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই শেরপুরের শ্রীবরদী উপজেলার সিঙ্গাবর্ণা ইউনিয়নের শয়তান বাজার, বাবলাকোনা, হারিয়া কোনা এলাকায় মহান বিজয় দিবসে কলাপাতায় মুড়িয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে তা রান্না করে খাওয়ার কর্মসূচি পালন করে আসছে।

এ বছরও এমন আয়োজন করা হয় ওই এলাকায়। পরবর্তীতেও এ ধরনের আয়োজন চলবে বলে জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জিএম।

এলাকার এক গৃহিনী সালমা বেগম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় অনেকেই পাগল সেজে ভিক্ষা করতো, আর খবর নিয়ে মুক্তি ক্যাম্পে পৌঁছাতো। তাই ১৬ ডিসেম্বরে পাগল সাইজা ভিক্ষা করতে আহে। আমরা চাইল, টেহা দেই।’

কাঞ্চন মারাক নামের এক যুবক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কলাপাতায় মুড়িয়ে ভিক্ষা করবার আইতো, আর খবর নিয়ে মুক্তিযোদ্ধাদের দিতো। আর চাল ডাল নিয়ে খাইতো। পরে মুক্তিযোদ্ধারা আমাদের বাড়ির কাছে একজন বিহারিকে মাইরা ফেলায়। অন্য বিহারিদেরও মারে। এরপর থেকেই বিজয় দিবসে এ আয়োজন করে।’

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় নানাভাবে আমরা তথ্য সংগ্রহ করতাম। খেতকামলা সাজতাম, ভিক্ষুক সাজতাম, পাগল সাজতাম। তথ্য নিয়ে গিয়ে হামলা করতাম। গারো পাহাড়ে জঙ্গল আছিল, এখানে খুব রিক্স ছিল।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।