• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ওমিক্রন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ
করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন হু-হু করে বেড়েই চলছে। ময়মনসিংহ নগরীসহ এই জেলাও ভয়ংকর এই প্রকোপ থেকে পিছিয়ে নেই। এর পরও সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে নেই সচেতনতা। আইন শৃংখলা বাহিনী নগরময় সচেতনা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক তৎপরতা এবং প্রতিদিন মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।

ময়মনসিংহের দায়িত্বশীল মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে জেলা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ গত কয়েকদিন ধরে মাস্ক বিতরণ ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করছে। রবিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মোড়ে মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ মাস্ক ক্যাম্পেইন করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও দায়িত্বরত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ সময় খন্দকার ফজলে রাব্বি বলেন, ৩য় দফায় আবারো করোনার নতুন ধরণ ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে মাস্ক পরার অভ্যেস গড়ে তুলে সচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশ এই আয়োজন করে। এ লক্ষে নগরীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক ৫ টি মোবাইল টিমের মাধ্যমে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ চলছে।

পথচারী ও জনসাধারণকে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে নিত্যদিনের কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মাস্ক পড়–ন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। মাস্ক পড়ুন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলা পুলিশ ২০২০ সালে করোনার শুরু থেকে জীবনের ঝুকি নিয়ে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত হন। এই সময়ে অর্ধাহারী-অনাহারি, নতুন করে বেকার ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে রান্না করা ও প্যাকেটজাত খাবার পরিবেশণ করে। লোকলজ্জার ভয়ে প্রকাশ্য সহযোগীতা নিতে আসতে না পারা লোকজনকে তাদের পরিবারের সামান্যতম চাহিদা পুরণে মোবাইল ফোনে খবর পেয়ে রাতের আধারে খাবার পৌছে দিয়ে ব্যাপক আলোচনায় আসে ময়মনসিংহ পুলিশ।

মাস্ক ক্যাম্পেইনে কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।