• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

এবার ঈদে বন্যার প্রভাব পড়েছে নেত্রকোনার বিনোদন কেন্দ্র ফাঁকা

করোনার পর নেত্রকোনায় এবার বন্যার প্রভাব পড়েছে বিনোদন কেন্দ্রে। জেলা সদরের একমাত্র বাণিজ্যিক বিনোদন পার্ক কিড্ডি কিংডমে এক সময় মানুষের তিল ধারণের ঠায় না থাকলেও এবার যেনো ফাঁকা ফাঁকা। তবে যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে তারা আনন্দ নিয়েই ফিরছেন। ঈদের দিন বিকাল থেকেই মানুষের ঢল নামলেও এবার গত তিন দিনেও আশানরুপ দর্শনার্থী সমাগম হয়নি জানান নেত্রকোনা পৌর শহরের একমাত্র বিনোদন পার্কটির পরিচালক মোঃ শোয়েব তানভীর হিমেল।

বুধবার দিনভর ঘুরে দেখা গেছে, জেলা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে চার একর জায়গায় গড়ে উঠা বাণিজ্যিক শিশু পার্ক কিড্ডি কিংডম। এতে বোট, দোলনা, ট্রেনসহ দশটি রাইড রয়েছে শিশুদের জন্য। বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। গেইটে ৫০ টাকা দিয়ে প্রবেশের পর সব ঘুরে দেখতে পারেন দর্শনার্থীরা। তবে শিশুদের রাইডে প্রতিটিতে ৩০ টাকা মূল্যে আনন্দ বেছে নেয় আগত শিশুরা। এতে করে খুশিতে ভরে যায় শিশুদের মন। সেইসাথে নানা বয়সের মানুষেরাও মেতে উঠে কিছুক্ষণের আনন্দ উল্লাসে। এদিকে আনন্দ দিতে পেরে অভিভাবকরাও প্রশান্তি নিয়ে বাড়ি ফেরেন।

ঢাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার নুসরাত শারমিন জানান, ছোট পরিসরে হলেও এখানে ঘুরে তৃপ্তি পাওয়া গেছে। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে হওয়ায় বাচ্চাদেরও আনন্দ লেগেছে বেশ। প্রতিদিন শতাধিক দর্শানার্থী আসলেও ঈদ উপলক্ষে অর্ধ সহস্রাধিক মানুষের সমাগম হয়।

তবে গত দুই বছর করোনা মহামারির জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার বন্যাকলিত জেলা হওয়ায় কিছুটা ফিকে রয়েছে মানুষের ঈদ আনন্দ। যার প্রভাব পড়েছে জেলার একমাত্র বাণিজ্যিক ভাবে গড়ে ওঠা এই বিনোদন পার্কে। তারপরও আনন্দ নিয়ে এবং আনন্দ দিতে পেরে খুশি সবাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।