• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার

আলেম-ওলামা, সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সাথে নিয়ে জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। কারও মা নেই, কারও বাবা নেই, এমন কয়েক শতাধিক শিশুকে সাথে নিয়ে ব্যতিক্রমি এই ইফতার আয়োজন ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলের।

শনিবার (২৩ রমজান) সরকারি শিশু পরিবার (বালক) মাঠে ভিন্নধর্মী এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধিক মানুষের সমাগম ঘটে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের পরিচালনায় ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রমুখ। ইফতার মাহফিলে জামালপুর প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য ছাড়াও জেলা ও উপজেলা বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর পক্ষ থেকে সরকারি শিশু পরিবারে অবস্থানরত প্রত্যেকটি শিশুর জন্য ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়।

সবশেষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযোদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।