• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

‘ঈদযাত্রায় চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে, থাকবে সিসি ক্যামেরা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবারের ঈদে যাত্রা পথে চাঁদাবাজি করা হলে কঠোর হাতে দমন করা হবে। যানজট কমাতে বিভিন্ন সড়কে অস্থায়ী সিসি ক্যামেরা থাকবে। সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের দাম কমানোর সঙ্গে বাসের ভাড়াও সমন্বয় করা হবে।

এটা বিআরটিএ নির্ধারণ করবে। প্রতি কিলোমিটারে ৩ পয়সা করে কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সাদা পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী মোতায়েন থাকবে।

তিনি বলেন, ঈদের ছুটির আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন মালিকরা। তবে শ্রমিকরা ছুটি পাবে মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী। ধাপে ধাপে যাতে ছুটি পায় সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৯ তারিখ ঈদের আগে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন যদি কেউ নিতে চায়। সে ব্যাপারে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, যানজট কমানোর জন্য স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। বিভিন্ন সড়কে অস্থায়ী সিসি ক্যামেরা থাকবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।