• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

আর্জেন্টিনার দুর্দান্ত জয়

পরাজয় দিয়েই ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের মিশন শুরু করে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে বসে আফ্রিকার ফুটবল পরাশক্তি সেনেগালের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে কেবল ঘুরেই দাঁড়ায়নি রীতিমতো বিধ্বস্ত করেছে প্রতিপক্ষকে।

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানের।

ইন্দোনেশিয়ার জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ৬টায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের জালে গুনে গুনে ৩বার বার বল জড়ায় মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। বিপরিতে ১ গোল দিয়ে ব্যবধান কমায় জাপান। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই জাপানকে চাপে রাখে আর্জেন্টিনা। পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। তিন মিনিট পর আবারও জাপানের জালা বল জড়ায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকে তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া জাপানও একের পর এক আক্রমণ চালায়। ৫০তম মিনিটে ব্যবধান ২-১ আনে দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত মিনিটে ফের জাপানের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-১ করে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর আগে গত শনিবার (১১ নভেম্বর) আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের কাছে ২-১ গোলে পরাজিত হয়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে বসে আলবিসেলেস্তেরা। এরপর ৩৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। তবে ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমায় আর্জেন্টিনা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে টিকে রয়েছে দলটি। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।