• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে ময়মনসিংহে র‍্যালী ও আলোচনা

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২২ উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে রেঞ্জ অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে র‍্যালী উদ্বোধন করেন ডিআইজি (ভারপ্রাপ্ত) পদোন্নতি প্রাপ্ত মোঃ শাহ আবিদ হোসেন।

এ সময় ৭৭ পদাতিক ব্রিগেড ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদ, নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন, শেরপুরের পুলিশ সুপার নাহিদ হাসানসহ অন্যান্যারা সাথে ছিলেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে টাউন হলে মাঠে গিয়ে শেষ হয়।

পরে টাউনহলে আলোচনা সভা হয়। রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে সভায় ৭৭ পদাতিক ব্রিগেড ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাসলীমা মোস্তারী, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।

আলোচনা সভায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, এপিবিএন সহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বলেন, ১৯৪৮ সাল থেকে বিশ্বের সংঘাতপুর্ণ পরিস্থিতি মোকাবেলায় জাতিসঙ্ঘ কাজ করছে। ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘে কাজ শুরু করে।

তিনি আরো বলেন, বিশ্বের সংঘাতপুর্ণ অঞ্চলে সহিংসতা প্রতিরোধ, উন্নয়ন এবং দুর্দশাগ্রস্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে বাংলাদেশ সহযোগিতা করে আসছে। জাতিসংঘ মিশনে বাংলাদেশীদের অবস্থান মর্যাদাশীল এবং উচ্চ আসনে।

ডিআইজি আরো বলেন, এ পর্যন্ত ৭১টি মিশনে এক লাখ ৮২ হাজার ১৬৯ জন সদস্য অংশ নিয়ে অসাধারণ ভুমিকা রাখেন। এর মাঝে ২ হাজার ২৮১ জন নারী সদস্য। বর্তমানে বিশ্বের ৮টি দেশে ৬ হাজার ৮১৩ জন সদস্য জাতিসংঘের আওতায় বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে কাজ করছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় এবং সুউচ্চ মর্যাদা লাভ করেছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আরো সুউচ্চ আসনে নিয়ে গেছেন। আগামী দেশে ও দেশের বাইরে শান্তি প্রতিষ্টায় আরো দায়িত্বশীল হতে হবে। এডভোকেট জহিরুল হক খোকা বলেন, জাতিসংঘ মিশনসহ এই দেশেও আইন শৃংখলা বাহিনী দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। বিধায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পৌছতে পেরেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।