• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

আট বছর পর আগামিকাল শেরপুর নকলা উপজেলা আওয়ামীলীগের সন্মেলন

আট বছর পর আগামিকাল ১৫ নভেম্বর মঙ্গলবার শেরপুর জেলার আওয়ামীলীগের দূর্গ বলে খ্যাত নকলা উপজেলা আওয়ামলীগের সন্মেলন অনুষ্ঠিত হবে। সন্মেলনকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের আশায় তৃণমূল আওয়ামীলীগে চলছে আনন্দ উল্লাস। কয়েক দিন ধরেই শহরে মিছিল মিটিং চলছে।আওয়ামীলীগ অফিসে মধ্যরাত পর্যন্ত চলছে মিটিং। তবে কেউ জানান দিয়ে প্রার্থী হওয়ার বিষয়ে ঘোষনা দেয়নি।সাবেক কৃষিমন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরি শেরপুর-২ (নকলা-নালিতাবড়ী ) আসনের সদস সদস্য।

জানা গেছে গত ২০১৫ সালের ৪ঠা এপ্রিল সর্বশেষ নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।সেই সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এই কমিটির সভাপতি ও দুইজন সহসভাপতিসহ অন্তত ১০ জন নেতা মৃত্যু রবণ করেছেন। সাধারন মানুষজন ও দলের নেতাকর্মীরা জানিয়েছে দলের প্রার্থীতা কেউ ঘোষণা করেননি। তবে নেতা নির্বাচনে এখানের সংসদ সদস্য মতিয়া চৌধুরিকেই সবাই ভার নিবেন । এই ভিআইপি উপজেলার নেতা হতে কেউকেউ আবার তলেতলে দলের নানা স্থানে যোগাযোগ রাখছেন।স্থানীয় নেতারাও মতিয়াকেই দায়িত্ব দিবেন বলে জানা গেছে। দলীয় বিশ্বস্ত সূত্র জানিয়েছে সভাপতির দাবিদার হয়েছেন ডা: রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ জাম্বিয়া খাতুন।সাধারন সম্পাদক হতে চান দলের বর্তমান সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, এড .মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও অধ্যাপক মাহবুবর রহমান বিদ্যুৎ।

আম্বিয়া খাতুনের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতিয়া চৌধুরি। উদ্বোধন করবেন জেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি, শফিউল আলম চৌধুরি নাদেল, অসিম কুমার উকিল এমপি, মারুফা আক্তার পপি, উপাধাক্ষ রেমন্ড আরেং। প্রধান বক্তা হিসিবে থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদন এড. চন্দন কুমার পাল।

সাধারন সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান বিদ্যুৎ জানিয়েছে মতিয়া চৌধুরির নেতৃত্ব সবাই দীর্ঘদিন পরে নতুন নেতৃত্ব গ্রহন করতে অপেক্ষা করছে।বিতর্কিতরা কমিটিতে আসতে পারবে না বলে আশা এই নেতার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।