• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো মোংলা বন্দর কর্তৃপক্ষ 

শীতের তীব্রতায় মানুষ যখন কাহিল হয়ে পড়েছে,ঠিক সেই মুহূর্তে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মোংলা ও খুলনার ২০০ অসহায় দরিদ্র মানুষের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর ভবন চত্বরে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণকালে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, “আর্তমানবতার সেবায় মোংলা বন্দর কর্তৃপক্ষ সবসময়ই অসহায় মানুষের পাশে থেকেছে। আপনাদের আশেপাশে অনেক গরীব প্রতিবেশি আছে যারা শীতে কষ্ট পাচ্ছে, শীতবস্ত্র কেনার সামর্থ নেই তাদের সাহায্যে করুন। মানবতার সেবায় সবাই এগিয়ে আসুন।”

অসহায় মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা কোন ভাবেই সম্ভব নয়। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য হারবার ও মেরিন কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শাহিনুর আলম, বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব কালাচাঁদ সিংহ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি, প্রধান হাইড্রোগ্রাফার লেফটেন্যান্ট কমান্ডার এম. ওবায়দুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপসচিব মো. মাকরুজ্জামান, পিএস টু চেয়ারম্যান মো. নিয়ামুর রহমান, মো. কুদরত আলীসহ বন্দরের অন্যান্য কর্মকর্তা, সিবিএ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।