• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

অগ্নিসন্ত্রাসীদের আগুনে ফেলেই শিক্ষা দিতে হবে : প্রধানমন্ত্রী

দেশব্যাপী যারা আগুন লাগিয়ে জ্বালাও পোড়াও কর্মসূচি করছে সেইসব অগ্নিসন্ত্রাসীদের আগুনে ফেলেই শিক্ষা দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে ১০ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ এখন আর নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

শেখ হাসিনা বলেন, নভেম্বর পরীক্ষার মাস, আর বিএনপি এ মাসে দেয় অবরোধ। নিজেরা শিক্ষিত নয় বলেই নতুন প্রজন্মের শিক্ষার বিষয়ে বিএনপির নজর নেই। তাদের সামনে আসার সাহস নেই। কারণ তারা মানুষ পুড়িয়ে মারছে।

অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে আবারও। জনগণ সাথে না থাকলে চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না।

প্রধানমন্ত্রী বলেন, লন্ডনে বসে আগুন লাগাতে বলে তারেক। সাহস থাকলে সে বাংলাদেশে আসুক, আমরাও দেখবো। অগ্নিসন্ত্রাস যারা করে তাদের ধরে সেই আগুনেই ফেলে দিলে শিক্ষা হবে।

শেখ হাসিনা আরও বলেন, যেখানেই ভূমিহীন মানুষ পাওয়া যাবে তাকে জমিসহ ঘর তৈরি করে দেয়া হবে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ অপচয় করবেন না, অনেক ভর্তুকি দিতে হয় আমাদের।

শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, শ্রমিক মজুরি বিএনপি সরকার এক টাকাও বাড়ায়নি। চৌদ্দ বছরে ৮০০ টাকা থেকে সাড়ে বারো হাজার টাকা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষও এখন পেনশনের আওতায় এসেছে। দেশে বেকার থাকার সুযোগ নেই, কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতের ঋণে উদ্যোক্তা হয় তরুণরা চাকরি দেবে।

সবশেষে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণই আমার পরিবার। আগামী নির্বাচনে যাকেই নৌকার মনোনয়ন দেয়া হবে সব নেতাকর্মীদের তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়োজন বাবা মায়ের মতো রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।

সবশেষ ২০০৪ সালে শেখ হাসিনা জনসভা করতে আসেন নরসিংদীতে। তবে আজকের সভায় তিনি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই ভরে যায় মাঠ ও গ্যালারি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।