• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

অক্টোবর সেবা মাস সৈয়দপুরে লায়ন্স ক্লাবের চক্ষু শিবির অনুষ্ঠিত

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অক্টোবর সেবা মাস -২২ উপলক্ষে সৈয়দপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজে ওই চক্ষু শিরিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন। খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলটের সভাপতিত্বে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর’র সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার। অক্টোবর সেবা মাস উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন প্রভাষক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মো. জাকির হোসেন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব জেলা ৩১৫এ ২ বাংলাদেশ’র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর ও লায়ন মো. রেয়াজুল আলম রাজু এমজেএফ, চক্ষু শিবির উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন রানা আজহার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সম্পাদক লায়ন সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ লায়ন মশিউজ্জামান শৈবাল, ডিরেক্টর লায়ন শফিউল আলম সাজু প্রমুখ।

স্থানীয় মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবিরে ২৮১ জন রোগীর চোখ পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, বিনামুল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া ওই শিবিরে ৩১ জন চক্ষু রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এসব রোগীদের লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সহযোগিতায় মরিয়ম চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে অক্টোবর সেবা মাসের গৃহিত কর্মসূচির ষষ্ঠ দিনে আগামী ১১ অক্টোবর রয়েছে বৃক্ষরোপন ও চারা বিতরণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।