• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে জামালপুর শহরের কাচারী পাড়ায় সংঘর্ষে আহত-৮

 

 

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের সর্দারপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দু দফা সংঘর্ষ ও দোকান-বাড়িঘর,গাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন মাহমুদুর রহমান লাবু (৩৩), মামুন (৪২), সাদেক (৩৫) লিটন (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫),আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও জামালপুর চেম্বার এন্ড কমার্সের পরিচালক জুলহাস উদ্দিনের লোকজনের সাথে শহরের সর্দারপাড়া ও কাচারীপাড়ায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শিরা জানান, শহরের সর্দার পাড়ায় প্রাচীর নির্মানকে কেন্দ্র করে পৌর কাউন্সির শাহরিয়ার আলম ইদু ও জুলহাস উদ্দিনের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর লোকজন কাচারীপাড়ায় জুলহাসের চাউলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তার ম্যানেজার মাহমুদুর রহমান লাবুকে মারধর করে। একপর্যায়ে লাবুকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করলে জুলহাসের লোকজন বাঁধা দেয়।

 

এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কাউন্সিলর ইদুর কর্মী সমর্থকরা একত্রিত হয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করেছে। জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক জুলহাস উদ্দিন বলেন, কাউন্সিলর ইদুর নেতৃত্বে আমার দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আমার ম্যানেজার ও ছেলে জিমিসহ ৪/৫ জনকে মারধর করেছে।

 

অবিলম্বে কাউন্সিলর ইদুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া না হলে চাল ব্যবসায়ীসহ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয়ার আল্টিমেটাম দিয়েছে।

 

এদিকে অভিযোগ অস্বিকার করে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু বলেন, সরদার পাড়ায় শাজাহান ও রুপম জমির সিমানায় প্রাচীর নির্মান নিয়ে বিরোধ দেখা দেয়। এঘটনা মিমাংসা করতে পৌর মেয়রের নির্দেশে ঘটনাস্থলে গেলে আমার সঙ্গি সাথিদের মারধর করেছে। হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এই জনপ্রতিনিধি। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।