• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদী সীমান্তে শ্বশুরবাড়ি থেকে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে বিক্রি কালে শ্রীবরদী থানা পুলিশের হাতে ৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার চয়েস ব্লু ব্যান্ডেল মদ সহ নিজ শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে রুবেল মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ী।
১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের চান্দাপাড়া গ্রামের আব্দুল মালেকের বসতবাড়ির উঠান থেকে তাকে মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল মিয়া (২৬) সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার মোনালিসা বেগমের নির্দেশে শ্রীবরদী থানা নবাগত ওসি মো কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে চৌকস এসআই মো আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই কামরুল ও এএসআই জুবায়েল খান সঙ্গীয় পুলিশের অভিযানির দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতভর উপজেলা সীমান্তবর্তী গ্রামগুলোতে অভিযান চালিয়ে রাতে চান্দাপাড়া গ্রামের আব্দুল মালিকের বসত বাড়িতে মাদক বিক্রি কালে ৭ বোতল অফিসার চয়েজ ব্লু ব্যান্ডের মদসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করলেও তার অন্যতম সহযোগী গুল্লা মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এস আই মো আখতারুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকেই রুবেল ও গুল্লা অএ সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববতি ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে হাতবদলের মাধ্যমে বিক্রি করে আস ছিল। তারা আমাদের নজরদারিতে ছিল। ইতিমধ্যেই আমরা সীমান্তবতী গ্রাম গুলোতে মাদক বিরোধী অভিযান জোরদার করেছি।

ওসি মো কাইয়ুম খান সিদ্দিকী মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ধৃত রুবেল মিয়া ও তার সহযোগী গুল্লা মিয়ার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এসআই আকতারুজ্জামানবাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।
ধৃতকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ইতিমধ্যেই সীমান্ত এলাকাগুলোতে মাদক বিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।