• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদের দ্বায়িত্ব গ্রহন

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত পরিষদের দ্বায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩টা নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফিরুজ খান নুন ও তার পরিষদ সদস্যরা আনুষ্ঠানিক দ্বায়িত্বভার গ্রহন করেন এবং নতুন পরিষদের সদস্যদের নিয়ে প্রথম সভা করেন।

হাফেজ মোহাম্মদ মমিনুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। পরে অতিথিরা ফুল দিয়ে নবনির্বাচিত পরিষদ সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন এবং পরিষদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো. ফিরুজ খান নুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সাইফুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ডনা, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান গোলাম মোস্তফা নান্ডা, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ প্রমুখ।

এছাড়াও কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. এমারুল জাহিদ, আবুল কালাম আজাদ মাষ্টার, আবুল কাশেম মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মোশাররফ হোসেন কমান্ডার, মোহাম্মদ লিটন, সাংবাদিক তারিকুল ইসলাম, ফয়সাল খান, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন সোহাগ, শাহিনুর রহমান শাহীন, তানজির আহমেদ তুহিন, আরিফুর রহমান রাকিব, মুরাদুজ্জামানসহ কুড়িকাহনিয়া ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. হুসনা বেগম, মোছা. শিউলি বেগম, মোছা. মুঞ্জুরা বেগম ও সাধারণ সদস্য মো. হেলাল উদ্দিন, মো. ফারুক, আব্দুল মাজেদ, মো. মোস্তফা, মো. আল আমিন, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল মুন্নাফ, মো. আজাহার আলী, আবু হাসানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।