• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে হাতি হত্যা মামলায় আরও দুই আসামি কারাগারে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় হাতি হত্যা মামলার আরও দুই আসামিকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওই দুই আসামি হলেন শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন (৫২) ও আশরাফুল (৩৫)।

আজ আমির উদ্দিন ও আশরাফুল আদালতে আত্মসমর্পণ করে প্রথমে জামিনের আবেদন করেন। শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে বন মামলার পরিচালক মো. আবদুর রাজ্জাক আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গত ২ জানুয়ারি হাতি হত্যা মামলার অন্য দুই আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন। বর্তমানে সমেজ উদ্দিন ও শাহজালাল জেলা কারাগারে রয়েছেন।

আবদুর রাজ্জাক জানান, গত বছরের ৯ নভেম্বর গারো পাহাড়ের সীমান্তঘেঁষা মালাকোচা এলাকায় একটি মৃত হাতি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সবজিবাগানের সঙ্গে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে সত্যতা পাওয়া যায়। পরে বন বিভাগ বাদী হয়ে শেরপুরের বন আদালতে হত্যা মামলা করে। হাতি মৃত্যুর ঘটনায় জেলায় এটিই প্রথম হত্যা মামলা বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।