• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী এক শিশু নিহত, আহত ৩

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী এক শিশু নিহত ও তিন শিশু গুরুতর আহত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সকালে উপজেলার নিজ মথুরাদী এলাকার ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম (৯) নিজ মথুরাদী গ্রামের মোঃ মুক্তার আলীর মেয়ে। আহতরা হলো মুক্তার আলীর আরেক মেয়ে মায়মুনা (৭), একই গ্রামের হাবিবুল্লাহ মেয়ে মিম (১১) ও মোঃ সুমন মিয়ার মেয়ে মাসুমা (১০)।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মরিয়ম, মায়মুনা, মিম ও মাসুমা নিজ মথুরাদী এলাকায় জামিয়া ইসলামিয়া বাইতুলনুর মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় মাদরাসা কাছে পৌছালে শেরপুর থেকে শ্রীবরদী গামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মরিয়ম, মায়মুনা, মিম ও মাসুমা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে ডাক্তার মরিয়ম ও মায়মুনার অবস্থা আশংকা জনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মরিয়ম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, শেরপুর সদর হাসপাতাল ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।