• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে শিশু ধর্ষক গ্রেপ্তার

শেরপুর জেলার শ্রীবরদীর চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মোঃ নাহিদ মিয়া (২৩) কে ঢাকার উত্তরা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃত মো: নাহিদ শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডল পাড়ার মোঃ সোহেল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ২০২৩ সালের ২ মে ৮ম শ্রেণির স্কুল ছাত্রীকে শ্রীবরদী ভায়াডাঙ্গা মন্ডলপাড়া এলাকা থেকে অপহরণ করে গাজিপুর নিয়ে ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। তাকে শারীরিক নির্যাতন করে হাত পা মুখ বেধে ওই শিশুর বাড়ি সামনে খোলা মাঠে বিগত ২০২৩ সালের ১৫ আগষ্ট রাতে ফেলে রেখে যায়। পরে শিশুর স্বামী পরিত্যাক্তা মা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিজ্ঞ ট্রাইব্যুনালের আদেশে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় নিয়মিত মামলা রুজু করেন। ঘটনার পর থেকেই আসামি নাহিদ মিয়া পলাতক ছিলো।

র‌্যাব-১৪ জামালপুর ও উত্তরার যৌথ অভিযান চালিয়ে ৯ মার্চ রাতে ঢাকা জেলার উত্তরা পূর্ব থানাধীন সীসেল রেস্টুরেন্ট এলাকা হতে আসামী মোঃ নাহিদ মিয়া (২৩) কে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আজ সন্ধায় র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান, গ্রেপ্তারকৃত আসামীকে শেরপুরের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।