• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন।

বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় শ্রীবরদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হালিম মিয়স, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আল রশিদ। কোরআন তেলওয়াত করেন জনাব আঃ কাদির, সুপার, মামদামারি দাখিল মাদ্রাসা।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। তারা উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমিক শিক্ষা মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম, সততা, নিষ্ঠা ও মানবিকতার নানা দিক তুলে ধরেন। আলোচনা শেষে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মাধ্যমিক শিক্ষায় কর্মরত কর্মকর্তাদ্বয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।বক্তব্য প্রদান করতে তিনি আবেগ প্রবণ হয়ে যান।

এসময় তিনি প্রত্যেক প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্ণারকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা “শেখ মুজিব আমার পিতা” ও “আমাদের ছোট রাসেল সোনা” ৩ টি করে বই প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।