• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু্ প্রতিরোধে সচেতনতার লক্ষে বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঝগড়ার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝগড়ারচর বাজার বনিক সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো, কামরুজ্জামান বিপিএম। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুল নাছের বাবুল, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, অনলাইন জানালিস্ট ফোরামের সভাপতি জোবায়ের রহমান, ঝগড়ারচর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার মোদক। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেক এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝগড়ারচর বাজার বনিক সমবায় সমিতির সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রতন।

সমাবেশে শ্রীবরদী, ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই সহাস্রাধিক লোকের সমাগম ঘটে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।