• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় আরেকজনের মৃত্যু

শ্রীবরদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত মুনু মিয়া (৬০) উত্তর খোশালপুর পুটল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চার জনের দাড়িয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর শনিবার রাত ২টার দিকে গোশাইপুর ইউনিয়নের উত্তর মাটিয়াকুড়া এলাকায় জামাই নজরুল ইসলামের বাড়িতে মুনু মিয়া মৃত্যু বরণ করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, পুটল গ্রামের মুনু মিয়ার মেয়ে মনিরার সাথে পার্শ্ববত্রী গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে মিন্টু মিয়া গত ২৩ জুন বৃহস্পতিবার রাতে বোরকা পড়ে দা নিয়ে শ্বশুর বাড়িতে হামলা করে। দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী মনিরা বেগম, শ্বাশুড়ি শেফালী বেগম, জ্যাঠা শ্বশুর মাহমুদকে। এছাড়াও শ্বশুর মুনু মিয়া, শ্যালক শাহাদৎ ও জ্যাঠা শ্বাশুরি সাহারা খাতুন ওরফে বাচ্চুনিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববত্রী উপজেলার বকশীগঞ্জ হাসপাতালে নিলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা শেষে আহতদেরকে বাড়িতে নিয়ে আসলে শনিবার রাতে মুনু মিয়া মারা যান।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘাতক মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে। মিন্টু মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মিন্টু মিয়া জেলা হাজতে আছে। মামলাটি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছেন। দ্রুতই এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। নিহতর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।