• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সিংগাবরনা গ্রামে। এ ঘটনায় আহতদের মধ্যে আদর আলীর ছেলে আক্রাম হোসেন (৩৫), বাহাদুর (৪০), আনিছুর রহমান (৩০), হাফেজ মো, আব্দুল কারিম (৩৭)। এ ঘটনায় এলাকায় আহতদের পরিবারে আতংক বিরাজ করছে।

জানা যায়, সিংগাবরনা গ্রামে আদর আলীর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে তার জ্যাঠাতো ভাই আব্দুর রশিদ খোকার (৬৫) বিরোধ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পরিকল্পিতভাবে খোকার লোকজন লাঠি-সোঠা নিয়ে আদর আলীর লোকজনের ওপর হামলা করে। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

আহত আক্রাম হোসেন বলেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমিসহ আমাদের ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় আমি ও আমার ভাই বাহাদুর, আনিছুর রহমান ও হাফেজ মো, আব্দুল কারিম গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে আমি ন্যায় বিচারের আশায় থানায় একটি অভিযোগ দিয়েছি।

অপরদিকে প্রতিপক্ষ আব্দুর রশিদ খোকার পরিবারের লোকজন পাল্টা অভিযোগ তুলে বলেন, আদর আলীর লোকজন পরিকল্পিতভাবে আমাদের লোকজন বাড়ি আসার পথে হামলা করে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় তদন্তকারী অফিসার এসআই আকতারুজ্জামন বলেন, এ ব্যাপারে আক্রাম হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।