• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন শ্রীবরদী  থানার জুবায়েল খান 

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট  অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন শ্রীবরদী থানার এএসআই মো জুবায়েল খান।
 গত ২৫ শে জুন রবিবার শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ২ টি সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মো কামারুজ্জামান বিপিএম ।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন জনাব বিপ্লব কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ, শ্রীবরদী থানা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন জনাব সাদ্দাম হোসেন, এসআই (নিরস্ত্র), নকলা থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন জনাব জুবায়েল খান, এএসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, শেরপুর।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ আশরাউল ইসলাম, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, শেরপুর; শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব জুবায়েল খান, এএসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মোঃ রুবেল মিয়া, সদর ট্রাফিক, শেরপুর।
উক্ত সভায় জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, পিবিআই, সিআইডি’র প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এএসআই মো জুবায়েল খান ইতিপূর্বে জামালপুর জেলার সীমান্তবর্তী বকশীগঞ্জ থানায় দীর্ঘ সময় কর্মরত ছিলেন।
কর্মরত থাকাকালীন সময়ে বকশীগঞ্জের বিভিন্ন স্থানে মাদক উদ্ধার, আদালত  কর্তৃক  গ্রেফতারি পরোয়ানা   তামিল , বিট পুলিশিং কার্যক্রম জোরদার, সীমান্তবতী এলাকায় গড়ে উঠা জামালপুর জেলার একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে  আগত  দেশ-বিদেশি   পর্যটকদের নিরাপত্তায় সর্বদাই নিয়োজিত ছিলেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে সম্মাননা গ্রহণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।