• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত চালক সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান


শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (৩২৭৭) আওতাধীন কুসুমহাটী বাজার উপ-কমিটির মৃত সদস্যদের পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

১৫ জানুয়ারি শনিবার রাতে শহরের গোপালবাড়ীস্থ ৩২৭৭ এর প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা মৃত ট্রাক চালক সদস্য হাসান আলী নর এর পরিবারের হাতে ২০ হাজার, শাহজাহান আলীর পরিবারের হাতে ২০ হাজার ও মৃত সহকারী ট্রাক চালক নূরু মিয়ার পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করেন।

এছাড়াও ১টি করে শাড়ী ও প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার কল্যাণ তহবিল থেকে বর্তমান সভাপতি আরিফ রেজা ব্যক্তিগতভাবে ১ হাজার ৫০০শত টাকা প্রত্যেক পরিবারকে তুলে দেওয়া হয়।

ওইসময় জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: রুকুনুজ্জামান রঞ্জু, কার্যকরি সভাপতি মো: ফারুক আহম্মেদ, সহ-সভাপতি মো: বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো: হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো: জাহিদুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আঃ হামিদের সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: ফখরুল হাসান, সম্পাদক মুঞ্জুরুল ইসলাম ও কুসুমহাটী উপ-কমিটির সভাপতি-সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই মরহুম শ্রমিক নেতা সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।