• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোংলায় কিশোরীদের দেয়া হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা মোংলায় সালোম সংস্থার রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা, ঘাতক গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় টহল ও নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড পূর্ব জোন শেরপুরে ব্যবসায়ী নাম জড়িয়ে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবা শেরপুরে নিখোঁজের ৫দিন পর কবিরাজের হাত-পা বাধা লাশ উদ্ধার শেরপুরে জেল পলাতক দুই আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাজাহানপুরে ইউএনও’র অস্থায়ী গাড়ি চালকের রোষানলে পুড়ছে দরিদ্র মালি: বিচার চেয়ে বিক্ষোভ-মানববন্ধন নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে কয়রায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার 

শেরপুরে টিএমএসএস খেলনা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএস(ঠেঙ্গামারি মহিলা সবুজ সংঘ) এর উদ্যোগে জেলার ৪৫২ টি সেন্টারের জন্য শিশু যত্ন খেলনা সামগ্রি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। ১৭ ই অক্টোবর বৃহস্পতিবার বিকালে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়।

এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন শেরপুর সদর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মজনুন ইশতি।

ওই এনজিওর অধীনে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষার শিশু যত্ন কেন্দ্রের ৪৫২টি সেন্টারের ছয় হাজার শিশুর জন্য ম্যাট, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, প্লেট, র্যাক, ট্রাংক, বিন, ডাস্ট প্যান, পটি, জগ, গ্লাস, মগ, টিফিন বক্স, বোেল, সোপ কেস, ন্যাপকিন, ডোর ম্যাট, ব্লক সেট, উপস্থিতি রেজিস্টার, স্টক বই, রেজুলেশন বই, বল পেন, নেইল কাটার, কাচি, কালার পেন্সিল, গল্পের বই, পুতুল সেট, টেলিফোন সেট, ঝুনঝুনি চুলা, মাছের সেট, হাড়ি পাতিল, বল, ফল সেট, প্রাণী সেট, পাখি সেট, ঢোল সেট, গাড়ী সেট, চক বক্স, পোস্টার পেপার, পেন্সিল, সাবান, ঝাড়– বিতরণ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় ছয় হাজার শিশুকে সুবিধা প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক মাসুদ হাসান বাদল। টিএমএসএস, শেরপুর এর আয়োজনে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (শেরপুর সদর) মোঃ আক্রাম হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মার“ফা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। টিএমএসএস প্রোগ্রাম কো- অরডিনেটর সুমা চক্রবর্তী, সহকারী প্রোগ্রাম কো- অরডিনেটর আশেক মাহমুদ,শেরপুর শিশু একাডেমির ব্যবস্থাপক,মোঃ জালাল উদ্দিন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।