• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা

শেরপুরে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ১২ জুলাই দুপুরে শহরের সরকারি কলেজ মাঠে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কলেজের অফিস রুমের সামনে থেকে শুরু হয়ে কলেজের গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। শেরপুর সরকারী বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থী মো আরফান আলী,পংকজ দাস সৌমিক ও মশিউর রহমান মোবিন সমাবেশে বক্তব্য প্রদান করেন।

এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘সরকার ৫৬ ভাগ কোটা সংরক্ষিত করে রেখেছে। এর মধ্যে রয়েছে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা, ১০ শতাংশ নারী, ১ শতাংশ প্রতিবন্ধী, ১০ শতাংশ জেলা ও ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা। কোটার বাইরে মাত্র ৪৪ শতাংশ চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০১৮ সালে আমরা যে কোটাপ্রথার বিরুদ্ধে সারাদেশে এক যৌক্তিক আন্দোলন গড়ে তুলেছিলাম তাতে আমাদের দাবি ছিল কোটা সংস্কার করা, বাতিল নয়। সরকার সেটি না করে কোটা বাতিল করে দিয়েছিলো। ২০১৮ সালের সেই পরিপত্র এখন বাতিল করেছে হাইকোর্ট। আমরা দিনরাত পরিশ্রম করে মেধা অর্জন করে চাকরির পরীক্ষা দেই কিন্তু এতো বেশি কোটার কারণে আমরা চাকরি পাই না। লেখাপড়া করে চাকরি না পেয়ে আমরা অনেউঊকেই শেষ পর্যন্ত দিশেহারা হয়ে পড়ছি। আমদের দাবি একটাই, আমরা এই কোটাপ্রথার সঠিক সংস্কার চাই।

এসময় প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।