• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

লাশবাহী গাড়ী না থাকায় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের অনুরোধেই পৌরসভার গাড়ী দেয়া হয়েছিলো

শেরপুর পৌরসভায় কোন লাশবাহী গাড়ী নেই। শুধু পৌরসভায় নয় গোটা জেলাতেই নেই কোন লাশবাহী গাড়ী। এ জন্য এ্যাম্বুলেন্সেই বেশী ভাড়ায় লাশ পরিবহন করা হয়। আর শুধু তেল খরচেই শেরপুর পৌরসভার বর্জপরিবহন করা গাড়ীটি দিয়ে পৌরবাসীর লাশ পরিবহন করা হয়। লাশ পরিবহন করার আগে ধুয়ে মুছে পষ্কিার করা হয় গাড়িটি। এ ধারা চলে আসছে যুগযুগ ধরে।

এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারী বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মন্জু’র মরদেহ পরিবহন করে নিয়ে যা্ওয়া হয়। এনিয়ে দুটি মিডিয়ায় খবর প্রকাশিত হলে শুরু হয়েছে নানা বিতর্ক।

এ বিতর্কের বিষয়ে সাংবাদিকদের অবগতি করার জন্য ২৯ জানুয়ারী শনিবার বিকেলে মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব গেলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় তিনি জানান, আমাদের পৌরসভায় কোন লাশবাহী গাড়ী নেই। আমরা লাশবাহী গাড়ী ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে লাশবাহী গাড়ী ক্রয়ের অনুমতি চেয়ে দু’দফায় পত্র দিয়েছি। কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি মেলেনি। ফলে আমা গাড়ী ক্রয় করতে পারছিনা। তাই আমাদের একমাত্র গাড়িটি দিয়ে আবর্জনা পরিবহন করি। আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে লাশও পরিবহন করা হয়। একই উপায়ে আমাকে জেলা মুক্তিযোদ্ধাগনের অনুরোধে আমি ওই গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মন্জু’র মরদেহ পরিবহনের জন্য প্রদান করি। এতে আমাদের পৌরসভার তো কোন ক্রুটি নেই। আর এ ঘটনায় খবর প্রকাশিত হওয়ায় আমরা বিব্রত হয়েছি। তাই আমরা এখন থেকে আর এ গাড়ী দিয়ে লাশ পরিবহনের সুযোগ দিবো না। আমরা লাশ পরিবহনের জন্য গাড়ী ক্রয় করার চেষ্টা করছি।

অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান জানান, আমরাই বীর মুক্তিযোদ্ধা মরহুম তালাপতুফ হোসেন মন্জুর লাশ পরিবহনের জন্য গাড়ীটি পৌরসভার কাছে চেয়েছিলাম এতে পৌরসভার কোন দোষ নেই। এটা পৌরকর্তৃপক্ষকে বিব্রত করার কোন সুযোগ নেই।

এসময় প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপরা, যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত সহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২৮ জানুয়ারী শেরপুরের বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মন্জু’র মৃত্যুর পর তার মরদেহ পৌরসভার গাড়ী দিয়ে শেরপুর শহীদ মিনার, পৌর ঈদগাহ মাঠ ও পৌর গোরস্থানে নিয়ে যায়। এ নিয়ে দুটি মিডিয়ায় খবর প্রকশিত হয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়।

পরিবহণ করা নিয়ে প্রকাশিত একটি খবর চলছে নানা করলে দু একটি মিডিয়ায় বিক্রিতভাবে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে কর্মরত জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে পৌর মেয়র আলহাজ্ব গেলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ মতবিনিময় সভা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।