• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলো সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ নভেম্বর)দুপুর ১২টায় শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের দেখার ব্যবস্থা করে দিয়েছেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে শহরের অন্তরা সিনেমা হলে গিয়ে সিনেমাটি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপভোগ করেন শিক্ষক,অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন, এই সিনেমার মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন। যিনি লড়াই-সংগ্রাম আর ত্যাগের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। দেশপ্রেমের বিষয়ে জানতে হলে ‘মুজিব: একটি রূপকার’ ছবিটি সকলেরই দেখা উচিত।তবে যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল,সেই চেতনার সনদ ‘৭২এর সংবিধান। ‘৭৫ উত্তর দেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য সংবিধানকে সিজার করা হয়েছে।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ‘৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে।

‘মুজিব’ একটি জাতির রূপকার সিনেমা শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন ইত্তেফাকের সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সাংবাদিক জাফর আহমেদ,সাংবাদিক শাহাদাত তালুকদার, সাংবাদিক পুলক রায়,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক আয়েশা বেগম প্রমুখ।

মুভির শেষে হলে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।