• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নির্বাচন নিয়ে বিএনপির চক্রান্ত শেষ হয়নি : প্রধানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সকেই দেশের অর্থনীতির ‘মূল চালিকা শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল বিজয় এবং টানা চতুর্থবারের মত সরকার প্রধানের দায়িত্ব নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে আসেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা।

শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান।

আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।

এসময় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হারের ভয়েই ভোটে আসেনি বিএনপি। নির্বাচন নিয়ে বিএনপির চক্রান্ত এখনো শেষ হয়নি। এজন্য জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি।

বাংলাদেশ যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে আছে জানিয়ে সরকারের পররাষ্ট্র নীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এভাবে একটা জাতিকে ধ্বংস করা, নারীদের ধ্বংস করা, এটা এক ধরনের গণহত্যা। আমরা সাহায্য পাঠিয়েছি, আগামীতেও পাঠাব। এর পরে আবার ইয়মেনে আক্রমণ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। মিয়ানমার যখন অশান্ত হল, তারা আশ্রয় চাইল আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করেছি, আমরা যুদ্ধে যাইনি। কারণ আমরা শান্তি চেয়েছি।

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অস্ত্র তৈরির টাকা ব্যয় হোক মানব কল্যাণে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।