• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার মধ্যবর্তী ভোগাই নদীতে নৌকা পাড়ি দিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ইব্রাহিম মিয়া (৫৯) নামে এক মনোহরী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ইব্রাহিম বালুঘাটা বাজারের ব্যবসায়ী ও ওই গ্রামেরই বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ফকিরপাড়া এলাকায় দুই নদীর মোহনায় ভোগাই নদীতে মাঝিবিহীন রশি টানা নৌকা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ইব্রাহিম এর মাস কালে স্ট্রোক করে। ফলে ইব্রাহিম তার শ্বশুরালয়ে থাকা স্ত্রীকে আনতে সকালে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে ফকিরপাড়া ভোগাইনদীর পাড়ে যান।

এ সময় তিনি রিকশাওয়ালাকে দাড় করিয়ে রশিটানা নৌকায় চড়ে নদীরও পারে থাকা শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। মাঝ নদীতে যাওয়া মাত্রই শ্বশুরবাড়ির দিক থেকে লাগানোর শিছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা উল্টে যায়। এতে ইব্রাহিম নদীতে পড়ে গেলে চিৎকার করে তীরে উঠার চেষ্টা করে। চিৎকার শোনে আশপাশের কয়েকজন নৌকা নিয়ে এগিয়ে এলে ওসামান্য ভাটিতে নকলা উপজেলার বেনীর গোপ এলাকায় পাহাড়ি ঢলে নদীতে সৃষ্ট প্রবল স্রোতের ঘুর্ণি পাকে পড়ে তলিয়ে যান তিনি।

তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা চেষ্টা করেও তার সন্ধান পাননি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে খোঁজাখুঁজি করে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে বিকেলে ফিরে আসে।

এদিকে খবর পেয়ে উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টু, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।