• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে রান্না ঘরে আগুনে পুড়ে গৃহববধূর মৃত্যু 

শেরপুরের নালিতাবাড়ীতে রান্না ঘরে আগুনে পুড়ে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে এরশাদ আলীর টিনসেড রান্না ঘরে রাইচ কুকারে রান্নার কাজ চলছিলেন ওই গৃহবধূ। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে তাসলিমা বেগম ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তিনি। ততক্ষণে রান্না ঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়।

এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে ছিল। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা–পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এমদাদুল হক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির নারীদের চিৎকার শুনে তিনি ছুটে আসেন। এসময় তাসলিমা নিথর অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়ে ছিলেন। রান্না ঘরে আগুন জ্বলছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।